বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশান মুভি 
"পরবাসিনি"। আইটেম গানে আছে  ভারতের উর্বশী। আছে  কলকাতার  প্রতিভাবান  অভিনেতা সব্যসাচী  চক্রবর্তী।  লালটিপ  মুভির ইমন  আছেন নায়কের চরিত্রে।  আগামী  ৫ই  মে ১২ টি দেশে   মুক্তি পাবে  ছবি টি 

অল্প বাজেটের মুভিটা তে যত টুক  সম্ভব ফুটিয়ে  তোলা  হয়েছে  বাংলাদেশ কে।  নতুন  ধাঁচের মুভিটা  বাংলাদেশে  নতুন  সিনেমা  যুগের শুরু  করবে বলে আশা  করা  যায়। 

for trailer video watch on youtube

অনেক দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করে নিজেদের মধ্যে লড়াই করে এবং পারমাণবিক বিকিরণের কারণে বিশ্বের ধ্বংসাবশেষ মুখোমুখি হয়। বিজ্ঞানীরা পূর্বাভাস দেয় যে মানুষ ভবিষ্যতে এথ ইট বেঁচে থাকবে না। তাই তারা মানব বসতির জন্য আরেকটি গ্রহের সন্ধান শুরু করে। বাংলাদেশী বিজ্ঞানীদের একটি গ্রুপ মানব বসতির জন্য একটি আদর্শ গ্রহ "আরিস -২3" আবিষ্কার করে, এবং পারমাণবিক বিকিরণ থেকে মানুষকে রক্ষা করার জন্য

একটি নিষ্পত্তি তৈরির কথা ভাবছে কিন্তু এলিয়েন পার্সিয়েভের পরিকল্পনাটি যাতে তারা উপগ্রহটিকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসে প্রযুক্তি. মিশন একটি প্রতিভাধর এলিয়েন Mehez (রিথ মজুমদার ) নেতৃত্বে হয়। উপগ্রহ স্যাটেলাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি আসা কিন্তু Mehez ইমনের প্রেমের মধ্যে পড়ে। মেহেজ মানুষের কাছে উন্মুক্ত হয়ে যায় এবং নিরব তাকে রক্ষা করার জন্য লড়াই করে।
Reviewed by sabib6442 on May 03, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.